শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-30 07:34:18

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে বেড়েছে দামও।

এ কারণে দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের একদল কর্মী নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেলে গৌরীপুর পৌর শহরে ছাত্র ইউনিয়েনর তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী।

এরপর ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা পৌর শহর ঘুরে ঘুরে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

এ সময় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পাশাপাশি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের দেওয়া নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার বিষয়ে মানুষজনকে উদ্বুদ্ধ করেন।

উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী আশরাফ আবীর বলেন, করোনাভাইরাসের প্রভাবে দরিদ্র ও অসহায় শ্রমজীবী মানুষজন বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে।
তাই আমরা নিজেরাই টাকা সংগ্রহ করে বিনামূল্যে ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নিয়েছি। সচেতনতা বৃদ্ধিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্যানিটাজার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক চায়না রানী সরকার, সাংগঠনিক সম্পাদল এনামুল হাসান অনয়, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমা জাহান চৌধুরী প্রীতি, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা উদীচীর সভাপতি পলাশ মাজহার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর