ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সঙ্গরোধে না থাকায় এক ইতালি প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুগঞ্জ বাজারের কলা বাগান এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, চারদিন আগে তার বাসায় গিয়ে ইতালি প্রবাসীকে বাড়িতে সঙ্গরোধে থাকার জন্য বলা হয়। কিন্তু তিনি আশুগঞ্জ বাজারে গিয়ে ঘোরাফেরা করতে থাকেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, উপজেলায় মোট ১’শ ৫৮ জনকে বাড়িতে সঙ্গরোধে থাকার জন্য বলা হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হবে।