চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের ৪ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-29 21:15:42

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বেড়ে যাওয়া চালের বাজারে কারসাজি ধরতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া, চরাগ্রাম ও নামোশংকরবাটি বড়িপাড়া এলাকার কয়েকটি চালের গুদামে এ অভিযান চালানো হয়। এসময় ৪ প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলমগীর হোসেন জানান, বাজারে চালের দাম বৃদ্ধির কারণ খুঁজতে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদামগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নামোশংকরবাটি বড়িপাড়ার জনি অটোরাইস মিলে ৩ হাজার ৯১৮ বস্তা চাল মজুত রাখার দায়ে মালিক সফিকুল ইসলামকে ১ লাখ টাকা, ১ হাজার ৮৮৯ বস্তা চাল মজুত রাখার দায়ে মো. মাহবুব হোসেনকে ১ লাখ টাকা, মেসার্স সোহাগ রাইস ট্রেডার্সকে ২ হাজার ৫৩০ বস্তা চাল রাখার দায়ে মালিক সোহাগ হোসেনকে ১ লাখ টাকা ও সাড়ে ৩শ বস্তা চাল মজুদ করার দায়ে টনি আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও টিকরামপুর এলাকায় কোচিং সেন্টার খোলা রাখার দায়ে কনফিডেন্স প্রাইভেট হোম নামে এক কোচিং সেন্টারের মালিক মাইনুল ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর