চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ফুলবাড়িয়ার চাকুলিয়া মাঠ থেকে ২৫ কেজি ৪২০ গ্রাম চান্দি রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি।
রোববার (২২ মার্চ) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে এক ব্যক্তি মাথায় একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সময় ফুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা খুলে ২৫ কেজি ৪২০ গ্রাম (২১৭৯ ভরি) চান্দি রুপার গহনা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৮৭ হাজার টাকা। আটককৃত রুপার গহনা দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।