করোনাভাইরাসের বিস্তার রোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের উদ্যোগে সড়কে যাতায়াতকারী সব ধরনের যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বাস, ট্রাক, অটোরিকশাসহ প্রায় দুই শতাধিক গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে করেন পুলিশের সদস্যরা।
এ সময় পুলিশ প্রশাসনের পক্ষে করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য হ্যান্ডমাইক আহ্বান জানানো হয়।
সোমবার দুপুরে শহরতলীর ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের সম্মুখে ও শহরের পুরানবাজারে অবস্থান করে সড়কের উভয়পাশে যাতায়াতকারী বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ও ওসি অপারেশন নয়ন কারকুনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুছ ছালেক জানান, করোনাভাইরাস মোকাবিলায় শহরমুখী সব ধরনের যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। যতদিন প্রয়োজন হবে এ কার্যক্রম চালানো হবে।