গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন অনিয়মের দায়ে ৮ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মার্চ) বিকেলে ভারত থেকে দেশে ফিরে সঙ্গরোধে না থেকে ঘুরে বেড়ানোর দায়ে রাতইল ইউনিয়নের ভাদুলিয়া ও খইলশা খালি গ্রামের দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলার ভাটিয়াপাড়া বাজারে কাঁচামালের দাম বেশি নেয়ায় ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা এবং মাস্কের দাম বেশি রাখায় এক ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ এসব জরিমানা করেন।