নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রধান করে দশ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন।
তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় নাসিকের পক্ষ থেকে ১০ হাজার লিফলেট ও ৫ হাজার স্টিকার বিতরণ এবং বেশ কিছু ফেস্টুন লাগানো হয়েছে। এছাড়া জনবহুল জায়গাগুলোতে যেমন- লঞ্চঘাট, শহীদ মিনার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের ক্লোরিন মিশ্রিত পানি ছিটানোর কার্যক্রম চলছে। করোনা ও ডেঙ্গু মোকাবিলার জন্য ওয়ার্ড পর্যায়ে আমরা সমন্বয় কমিটি গঠন করে দিয়েছি।’
আবুল আমিন বলেন, ‘নতুন কোর্ট ভবনে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধ ১০০ শয্যা বিশিষ্ট করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের বলে দিয়েছি, প্রবাসীরা বাড়িতে সঙ্গরোধে আছে কিনা সেটি নিশ্চিত করার জন্য। আমাদের হাতে তথ্য অনুযায়ী সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৩২ জন বিদেশ ফেরত রয়েছেন। এদের মধ্যে চারজনকে আমরা ট্রেস করতে পারিনি।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘৫ হাজার বা সাড়ে ৫ হাজারের যে তালিকার কথা বলা হচ্ছে সেটি মূলত মার্চের শুরুর থেকে। ১৪, ১৫ মার্চের দিকে ইতালি ফেরত যারা আছেন তাদের বেশি প্রায়োরিটি দিচ্ছি।’
নাসিকের মেয়রসহ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিও আবুল আমিন, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আজগর হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. বসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী।