টাঙ্গাইলের ভূঞাপুরে কৃত্রিম সংকট তৈরি করে খুচরা ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত দামে চাল বিক্রি ও অন্য ব্র্যান্ডের মোড়কে চাল বাজারজাত করার দায়ে রাইস মিলের মালিক শাহজাহান কবির লিটনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে এ দণ্ড দেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন।
শাহজাহান কবির ভূঞাপুর উপজেলার ঝনঝনিয়া এলাকার মাহিন তুহিন অটো রাইস মিলের মালিক।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন জানান, কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসের ইস্যুকে কেন্দ্র করে পর্যাপ্ত মজুদ থাকার পরেও দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। ওই রাইস মিলটির বিরুদ্ধেও এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য রাইস মিল ও গুদামে অভিযান অব্যাহত থাকবে।