করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালী জেলার সকল রুটের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস এবং লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউর ইসলাম চৌধুরী এই নির্দেশনা জারি করনে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন জানান, আপাতত ৪ এপ্রিল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও জানান , বর্তমানে পটুয়াখালী জেলায় ৬০৩ জন বিদেশ ফেরত নাগরিক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া ১৫২ জনকে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সচেতন নাগরিকের এখন একটাই কাজ সেটা হচ্ছে বাড়িতে অবস্থান করা।
পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।