নাটোরে মেডিকেল টিমসহ কাজ করবে ১০০ সেনাসদস্য

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-30 07:19:55

সামাজিক দূরত্ব নিশ্চিত ও নাটোর জেলায় করোনা মোকাবিলায় মেডিকেল টিমসহ ১০০ সেনাসদস্য কাজ করবে। আগামী ২৬ মার্চ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় মাঠে নামবেন তারা। আগামীকাল ২৫ মার্চ থেকে তারা নাটোরে অবস্থান নেবেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সমন্বয় সভা শেষে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

জেলা প্রশাসক বলেন, বগুড়ার মাঝিড়া সেনানিবাসের ৩ কর্মকর্তা মেজর কামরুল ইসলাম, ক্যাপ্টেন সামিরা ও লেফটেনেন্ট সোয়েব জরুরি এই সমন্বয় সভায় অংশ নিয়েছেন। একটি মেডিকেল টিমসহ সেনাবাহিনীর ১শ সদস্য ২৬ মার্চ থেকে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে। এ লক্ষ্যে আগামীকাল তারা নাটোরে এসে অবস্থান নেবে।

সভায় জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেনসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর