লক্ষ্মীপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব ধরনের যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ স্প্রে করা হয়।
রেইনকোট পরে সংগঠনের আটজন সদস্য এই স্প্রে করেন। এদের মধ্যে বিডি ক্লিন লক্ষ্মীপুর টিমের সমন্বয়ক সাইদুজ্জামান সৈকত, সহ-সমন্বয়ক আক্তার হোসেন বাপ্পি, আসরাফুজ্জামান ফাহাদ, নোমান ও নাদিম উপস্থিত ছিলেন।
বিডি ক্লিন লক্ষ্মীপুর টিমের সমন্বয়ক সাইদুজ্জামান সৈকত বলেন, ‘এক গাড়িতে অনেক যাত্রী চলাফেরা করেন। করোনার পাদুর্ভাব রোধে আমরা জীবাণুনাশক স্প্রে করেছি। এ সময় গাড়ির যাত্রীদেরকে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, লক্ষ্মীপুরে ৩ হাজার ৮৫১ জন বিদেশ ফেরত মানুষ রয়েছে। আর ৭৩৯ জন বাড়িতে সঙ্গরোধে আছে। এদের মধ্যে অধিকাংশই প্রবাসী। এছাড়া করোনা সন্দেহে একজনকে সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।