করোনাভাইরাস প্রতিরোধে পান্না গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলতু খান জুট মিলের উৎপাদন কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় ১৫ দিনের খাওয়ার জন্য ২৮শ শ্রমিককে ২৫ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ লিটার তেল দেয়া হয়েছে। একই সঙ্গে মজুরির টাকা পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আলতু খান জুট মিলের জেনারেল ম্যানেজার নাজিমুদ্দিন।
তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই সময়ের জন্য প্রত্যেক শ্রমিককে তাদের পাওনা মজুরি পরিশোধের পাশাপাশি ২৫ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ লিটার তেল দিয়েছি।’
এদিকে সাময়িক সময়ের জন্য কর্মহীন হলেও মিল কর্তৃপক্ষের এই উদ্যোগে সেখানে কর্মরত সাধারণ শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন।
ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে অবস্থিত এই আলতু খান জুট মিলটি গত এক দশক আগে প্রতিষ্ঠিত হয়। প্রতি মাসে প্রায় ২৩ টন উন্নতমানের কার্পেটিং সুতা ও বস্তা তৈরির সুতা তৈরি হয়।