বগুড়ায় পুলিশের জীবাণুনাশক ছিটানো শুরু

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 17:18:22

বগুড়ায় করোনাভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে জীবাণুনাশক তরল পদার্থ ছিটানো শুরু করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল তিনটায় শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা থেকে পুলিশের জল কামান দিয়ে জীবাণুনাশক ছিটানো কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।

এসময় পুলিশ সুপার বলেন, সাড়ে ৬ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জল কামান দিয়ে প্রাথমিক পর্যায়ে জেলা শহরের প্রতিটি এলাকায় বিশেষ করে হাট বাজার এবং যে সকল স্থানে জন সমাগম বেশি হয় সেখানে পর্যাপ্ত পরিমাণ জীবাণুনাশক ছিটানো হবে।পর্যায়ক্রমে প্রতিটি থানাতেও জীবাণুনাশক ছিটানো হবে।

উল্লেখ্য করোনাভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে ১২ হাজার মাস্ক বিতরণ এবং ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ছাড়াও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পুলিশ সুপার নিজেই বিভিন্ন থানায় গিয়ে জনসচেতনতা মূলক কার্যক্রম তদারকি করেন।

জল কামান দিয়ে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস পাল, বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান।

এ সম্পর্কিত আরও খবর