ঢাকার ধামরাইয়ে বকেয়া বেতন ও নভেল করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে পার্ল পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড নামক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার (২৫ মার্চ) দুপুরে ধামরাইয়ের শ্রীরামপুরের বিক্ষোভ করেন তারা। এ সময় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করে।
জানা গেছে, ওই পেপার মিলে কয়েক'শ শ্রমিক কাজ করে। গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন নিয়ে টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ। পরে আজ সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রথমে কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনসহ চলতি মাসের বেতনের দাবিতে কারখানার ভিতরেই বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা করোনায় স্বাস্থ্যগত ঝুঁকির কথা উল্লেখ করে কারখানাটি কয়েক দিনের জন্য বন্ধের দাবি তোলেন। পরবর্তীতে কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
মালিক কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।