বগুড়ার শেরপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর থানার ধনকুন্ডি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবিহীন একটি মাইক্রোবাসের সাথে বিপরীত মুখী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ভিতরে আটকা পড়ে থাকে। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে নিহত মাইক্রোবাস চালকের নাম পরিচয় জানা যায়নি। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই মহাসড়কে ঘোগা ব্রিজ এলাকায় বেলা পৌনে ১২টার দিকে বাস-ট্রাক সংর্ঘষে আহতদের মধ্যে আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদেরও নাম পরিচয় জানা যায়নি। এনিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬ জনে দাঁড়ালো।
উল্লেখ্য, বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলায় বুধবার (২৫ মার্চ) ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।