কলাপাড়ায় ব্রিজ ভেঙে ১১ গ্রামের মানুষের দুর্ভোগ

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-30 15:28:25

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা খালের ওপর নির্মিত ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে ১১টি গ্রামের মানুষ। বুধবার (২৫ মার্চ) সকালে ব্রিজটি ভেঙে পড়লে রাসেল, আসাদুল ও ইয়ামিন নামে তিনজন খালে পড়ে আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, এই ব্রিজ দিয়ে নীলগঞ্জের সবজি চাষিরাসহ মজিদপুর, কুমিরমারা, বাইনতলা, এলেমপুর, পূর্বসোনাতলা, ফরিদগঞ্জ, গামইরতলা, গুটাবাছা, নেয়ামতপুর, ইসলামপুর ও নাওভাঙ্গা গ্রামের মানুষ চলাচল করত। এছাড়া গামইরতলা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ব্রিজ পার হয়ে স্কুলে আসে।

১৯৯৪-৯৫ অর্থবছরে এলজিইডি এই ব্রিজটি নির্মাণ করে। তখনই নিম্নমানের স্লাব ও আয়রন স্ট্রাকচার খারাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। এখনই দুর্ভোগ লাঘবে গ্রামের মানুষ দ্রুত একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলজিইডি কলাপাড়ার উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, গামইরতলার ৮৮ মিটার দীর্ঘ আয়রন ব্রিজটি আগেই ঝুঁকিপুর্ণ ছিল। মেরামতের জন্য ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর