কুমিল্লার তিতাসে নিখোঁজের ১০ দিন পর বিলের ডোবা থেকে এক দিনমজুরের মরদেহ পাওয়া গেছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার বন্দরামপুর গ্রামের ডোবা থেকে ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। নিহত দিনমজুর হেলাল উদ্দিন (৩৮) ওই গ্রামের দারোগী আলী ছেলে। রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানা পরিদর্শক (তদন্ত) মো.সহিদুল ইসলাম।
তিনি জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এছাড়া হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জায়, গত ১৫ মার্চ নিহত হেলাল মিয়া দিনমজুরের কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দুইদিন পর ১৭ মার্চ দিনমজুরের বাবা তিতাস থাকায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন।
নিহতের মা জাহেদা বেগম বলেন, আমার ছেলে সহজ সরল প্রকৃতির ছিল। কারো সাথে তার কোনো বিরোধ নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।