বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে সংস্কারপন্থী কর্মী নিহত

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-29 20:54:31

রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কারপন্থীর কর্মী দূর্দব চাকমা (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ৯টায় উপজেলা সদরের রূপকারি এলাকায় এই ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে দূর্দব চাকমার স্ত্রী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলেও জানা গেছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংস্কারপন্থী এমএন লারমা দলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য তাদের প্রতিপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। দলটির বাঘাইছড়ির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও থানা থেকে চার কিলোমিটার দূরে রূপকারি এলাকার নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন দূর্দব ও তার পরিবার। এসময় জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে অতর্কিত ব্রাশ ফায়ার করলে ঘুমন্ত অবস্থায়ই গুলিবিদ্ধ হয়ে সে মারা যায় এবং তার সাথে ঘুমিয়ে থাকা স্ত্রীও পায়ে গুলিবিদ্ধ হয়।

এ সম্পর্কিত আরও খবর