রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পেতে গ্রামে যাচ্ছেন। আর এ কারণে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর মহাসড়কের মুলিবাড়ী মোড় থেকে সাহেবগঞ্জ পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত তা অব্যাহত রয়েছে। এতে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ওই মহাসড়কে দায়িত্বরত কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার ( এএসপি) শাহিন কবির জানান, ঈদের সময়ের চেয়ে এখন গাড়ির চাপ বেশি রয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে এই যানজট শুরু হয়। এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে। মূলত ঢাকা থেকে গাড়ি ছাড়ছে বলে যানজট অব্যাহত রয়েছে। সন্ধ্যার মধ্যে যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।