সাভারের আশুলিয়ায় আগুন লেগে পিতা পুত্রসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকার কবির মন্ডলের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, নির্মল রায় (৪৫), নিপু রায় (১৫) ও নির্মল রায়ের স্ত্রী চায়না রায় (৩৫)। তাদের তিন জনের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নরসিংহপুরের ইউসুফ মার্কেটের শ্রমিক কলোনির একটি ঘরে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন পুরো টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। ওই ঘরে দগ্ধ ৩ জন ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্ছু মিয়া বলেন, সকালে আশুলিয়া থেকে তিনজন অগ্নিদগ্ধ রোগী ভর্তি হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়েছে।