পীরগাছায় দোকানপাট বন্ধ, রাস্তাঘাট প্রায় জনশূন্য

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-29 22:01:31

করোনাভাইরাস সংক্রমণ রোধে রংপুরের পীরগাছা উপজেলা সদরের বিপণি বিতানসহ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে ওষুধের দোকান, কাচাঁবাজার ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ করে দেয় পুলিশ। তবে গ্রামের হাট বাজারগুলোতে এখনও কিছু দোকান খোলা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা সদরের প্রায় সকল বিপণি বিতান ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেলগুলো বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনার কারণে কিছু ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকান খোলা রয়েছে। উপজেলার সকল রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। তবে গ্রামের হাটবাজারে এখনও বেশকিছু দোকান খোলা রয়েছে। অনেকে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা মানছে না।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বার্তা২৪.কম-কে বলেন, নির্দেশনা থাকায় উপজেলার সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকান খোলা রাখতে বলা হয়েছে। জনসাধারণকে বাড়িতে থাকতে বলা হচ্ছে। তবে জনসমাগম এড়িয়ে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করা যাবে।

 

এ সম্পর্কিত আরও খবর