প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে চুয়াডাঙ্গার প্রধান সড়কগুলো একেবারেই জনশূন্য হয়ে পড়েছে। ফুটপাতের পাশে থাকা চায়ের দোকান, কাঁচাবাজার, মুদিসহ সব দোকানপাটই বন্ধ।
বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এদিকে জনসমাগম ঠেকাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরের বেশ কিছু পয়েন্টে সেনাবাহিনীর গাড়ি টহল দিতে দেখা গেছে।
শহর ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে কয়েকটি ওষুধের দোকান ছাড়া তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানই খোলেনি। শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বাসস্ট্যান্ড এলাকা থেকে মাঝে মাঝে দুই-একটা সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে যাচ্ছে। এদিকে শহরে কিছু ইজিবাইক চলাচল করলেও যাত্রী পাচ্ছে না।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বার্তা২৪.কমকে জানান, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না, জনসমাগম বা কোনো দোকানে বসে সময় কাটাতে পারবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক টিম এ বিষয়গুলো মনিটর করছে। করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন ও রাস্তায় চলাচল না করতে মাইকিং করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।