মৃত্যুর কাছে হার মানলেন রাজমিস্ত্রি দিনার

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-09-01 20:55:15

আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন বিদ্যুৎস্পৃষ্টে আহত হবিগঞ্জের রাজমিস্ত্রি দিনার মিয়া (৩০)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আহত হয়ে হাসান উদ্দিন নামে আরেক ব্যক্তি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত দিনার মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মাঝহাটি (আলগাবাড়ি) গ্রামের বিলাল মিয়ার ছেলে এবং আহত হাসান উদ্দিন বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সন্ধ্যায় দিনার মিয়া, হাসান উদ্দিনসহ কয়েকজন লাখাই উপজেলার মাঝহাটি গ্রামের রুহুল আমীনের বাড়িতে রাজমিস্ত্রি হিসেবে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত দিনার মিয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন হাসান উদ্দিনও।

এরপর গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দিনার মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন,‘শুনেছি দিনার মিয়া নাকি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

এ সম্পর্কিত আরও খবর