করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধের জন্য রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ জায়গাতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সোনাপুর ও বালিয়াকান্দি বাজারসহ প্রায় ৩০ কিলোমিটার জায়গায় এই স্প্রে ছিটানো হয়। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এই কাজে সহযোগিতা করছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহীঅফিসার একেএম হেদায়েতুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, সারা বিশ্ব এখন করোনাভাইরাস আতংকে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসাবে ঘোষণা করেছে।
বাংলাদেশও রয়েছে ঝুঁকিতে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় এ রোগের প্রাদুর্ভাব কমাতে পারে। তাই উপজেলাকে করোনামুক্ত রাখার জন্য জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে বালিয়াকান্দির ৭ টি ইউনিয়নেই এই কার্যক্রম চলবে।