কুষ্টিয়ায় অবাধে ঘোরাফেরা করায় ৬ জনকে জরিমানা

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 09:35:58

করোনাভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশ অমান্য করে মোটরসাইকেলে একাধিক আরোহী নিয়ে চলাচল, ভটভটি চালানো, খেয়াঘাটে অবৈধভাবে নদীতে লোক পারাপার ও চায়ের দোকান খোলা রেখে গণজমায়েত করার অপরাধে ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহায়মিন আল জিহান।

তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে মোটরসাইকেলে একাধিক আরোহী নিয়ে চলাচল, ভটভটি চালানো, খেয়াঘাটে অবৈধভাবে নদীতে লোক পারাপার ও চায়ের দোকান খোলা রেখে গণজমায়েত করার অপরাধে কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর, শিলাইদহ বাজার, শিলাইদহ ঘাট, কল্যাণপুর বাজার, মির্জাপুর এলাকা থেকে ৬ জনকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও নির্দেশ দেন তিনি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর