কক্সবাজারের টেকনাফে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) ভোররাতে টেকনাফ সীমান্তে লেদার ছ্যুরিখাল এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ জন রোহিঙ্গা নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি। তারা মিয়ানমারে ইয়াবা আনতে গিয়েছিলেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক লাখ ৮০ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি গুলির খালি খোসা, একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া শুক্রবার রাত ১টায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুছা আকবর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বার্তা২৪.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।