করোনাভাইরাস রোধে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।
শনিবার (২৮ মে) সকালে পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুর নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভার সামনে থেকে এ স্প্রে কার্যক্রম শুরু করা হয়। ৪০ জন পরিচ্ছন্ন কর্মী পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক ওষুধ স্প্রে করছে।
এছাড়া পৌর কর্তৃপক্ষ ২৫টি স্থানে এবং দরিদ্র জনগণের জন্য ৩৬টি সিডিসিতে হাত ধোয়ার ব্যবস্থা করাসহ ৫০টি স্থানে প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন করেছে।