নাটোরের নলডাঙ্গায় হাট বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় এ নির্দেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি।
তিনি জানান, নলডাঙ্গায় আজ সাপ্তাহিক হাট ছিল। কিন্তু হাট-বাজার সীমিত করার নির্দেশনা থাকলেও সেখানে প্রচুর জনসমাগম হয়। এরপর সেখানে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে হাট বন্ধের ঘোষণা দেয়া হয়। ওই সময় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত বিক্রি করে হাট ত্যাগ করে। তবে আদেশ অমান্য করে একটি হার্ডওয়ারের দোকান খোলা রাখা ও সঙ্গরোধ না মানায় ৪ ব্যক্তিকে ৮৫০০ টাকা জরিমানা করা হয়।
আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের হাট-বাজার বন্ধ থাকবে বলেও জানান তিনি।