হবিগঞ্জে শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-30 07:26:59

হবিগঞ্জে শিশুদের ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ১৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের অনন্তপুর ও ইনাতাবাদ এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- রোববার বিকেলে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে কয়েকজন শিশুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুই এলাকাবাসীর বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হন।

গুরুত্বর আহতদের মধ্যে- রুহেল মিয়া (৪০), সৈয়দ আলী (১৮), নাজমুল হোসেন (২৬), ডালিম আহমেদ (১৯), কদর আলী (১৭), সাহেব উদ্দিন (৩০), কাছম আলী (২৫), ইমন মিয়া (১৮), আব্দুল হামিদ (২০), মোশাহিদ মিয়া (২৩০, সেলিম আহমেদ (২১), তানভীর আহমেদ (১৮), নাজমুল হক (২৭), আলম (১৭), মনির (১৯), দুলাল মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর