মনিরাম উপজেলা প্রশাসনের ওয়েবসাইট হ্যাক করে ৩ বৃদ্ধের কান ধরা ছবি প্রকাশের ঘটনায় মামলা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) উপজেলার সহকারী প্রোগ্রামার প্রহাদ দেবনাথ বাদী হয়ে মামলাটি করেন। তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে বলা জানা গেছে। তবে কারা ওয়েবসাইটটি হ্যাক করেছে সে বিষয়ে জানাতে পারেনি কর্তৃপক্ষ।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বার্তা ২৪.কমকে বলেন, গত ২৭ মার্চ শুক্রবার মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিন বৃদ্ধকে অবমাননাকর সাজা দেন। হতদরিদ্র বৃদ্ধদের কান ধরতে বাধ্য করার সেই দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করেন এসিল্যান্ড সাইয়েমা হাসান।
তিনি আরও বলেন, ঘটনাটি ভাইরাল হওয়ার পর ওই রাতেই মনিরামপুর উপজেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট হ্যাক হয় বলে দাবি করা হয়। ওয়েবসাইটের ফ্রন্ট পেজের শীর্ষে আলোচিত সেই ছবি প্রকাশ করা হয়। ঘটনার দিন রাত ৩টার সময় সহকারী প্রোগ্রামার প্রহাদ ওয়েবসাইটটি উদ্ধার করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
তিনি আরো বলেন, ওয়েবসাইট হ্যাকের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।