গাজীপুরের পূবাইলের মেঘডুবি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ১৬ দিন সঙ্গরোধে (কোয়ারেন্টিন) থাকার পর ৩৬ ইতালি প্রবাসী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (৩০ মার্চ) সকালে ছাড়পত্র ও স্বাস্থ্য সনদ পেয়ে স্বজনদের সঙ্গে নিজ নিজ বাড়িতে ফিরে যান তারা।
বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া জানান, তাদের যাত্রাপথের সমস্যা এড়াতে পুলিশের পক্ষ থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত ১৪ মার্চ ইতালি ফেরত ৪৪ জনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছিল। এদের মধ্যে ১৫ ও ১৬ মার্চ শরীরে জ্বর থাকায় আটজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ১৮ মার্চ অন্য সাত প্রবাসীকে কাপাসিয়ার পাবুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৪ দিনের জন্য আনা হয়।
এই ৭ জন ১ এপ্রিল সকালে ছাড়া পাবেন বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।
অপরদিকে, গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, জেলায় বর্তমানে বিদেশ ফেরত ১ হাজার ৫৪৩ জন সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) রয়েছে এবং সঙ্গরোধ থেকে ছাড়পত্র পেয়েছে ৫৫৮ জন।