গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার গোপিনাথপুর গ্রামের মালো পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। এতে ছয়টি পরিবারের বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার হলো রবি সরকার, ধোনা সরকার, রতন সরকার, ঝন্টু সরকার, পবিত্র সরকার ও সমির সরকার।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজিব আহমেদ জানান, ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পৌর মেয়র অ্যাডভোকেট আতিয়ার রহমান মিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেন।