হবিগঞ্জে সরকারি সহায়তা পেল ১৫ হাজার পরিবার

হবিগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-30 07:29:55

হবিগঞ্জে খাদ্য ও অর্থ মিলিয়ে প্রায় ১৫ হাজার পরিবার সরকারি সহায়তা পেয়েছে। সরকারি সহায়তা ও ব্যক্তিগত উদ্যোগেও দুস্থ ও গরিবদের মাঝে খাদ্যসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

জানা গেছে, জেলায় সরকারিভাবে ৮ হাজার ১৪০ পরিবারকে ৪১ মেট্রিক টন খাদ্য ও ৬ হাজার ৮৬০ পরিবারকে নগদ ৯০ হাজার টাকা সহায়তা করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন- ‘করোনাভাইরাস মোকাবিলার জন্য জনগণকে ঘরে থেকে সহায়তা করতে হবে। নিম্ন আয়ের মানুষের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাদ্য ও নগদ টাকা পৌঁছে দিচ্ছি। এই উদ্ভট পরিস্থিতি যতদিন থাকবে আমাদের এই সহায়তাও ততোদিন অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর