সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শিবগঞ্জে অভিযান

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-31 13:44:03

বগুড়ার শিবগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।

সরকারি নিষেধ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় চায়ের দোকান খুলে রাখা এবং অপ্রয়োজনে যেখানে সেখানে আড্ডাধারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। উপজেলার বিহার হাট, জামুর হাট, পীরব, মোকামতলা, আমতলী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১১টি মামলায় অর্থদণ্ড করা হয়। এছাড়াও দিনের বেলা আরও ৫টি মামলা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বার্তা২৪.কমকে জানান, মঙ্গলবার ১৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর