রাতে প্রকৃত দুস্থদের খুঁজে খাদ্য সামগ্রী দিলেন পৌর মেয়র

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-30 15:32:53

করোনাভাইরাসের কারণে কাজ করতে না পারায় দুস্থরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। তবে প্রকৃত দুস্থদের খুঁজে বের করে তাদের সহায়তা করার জন্য গাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে ঘুরছেন পটুয়াখালীর পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পটুয়াখালী শহরের যৌনপল্লীতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হন পৌর মেয়র।

মূলত গত কয়েক সপ্তাহ যাবৎ শহরের এই যৌন পল্লীটি বন্ধ থাকায় এখানকার কর্মীরা মানবেতর জীবনযাপন করছিল। এমন খবরে তাদের জন্য খাদ্য সহায়তার হাত বাড়ান পৌর মেয়র।

পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরে পাঁচ হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কাউন্সিলররা একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন। তবে তালিকা করলেও প্রকৃত অসহায় পরিবারগুলো যাতে এই সহায়তা পায় সেজন্য পৌর মেয়র নিজেই উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- কাউন্সিলর, পৌরসভার স্টাফ, ভলান্টিয়াররা।

এ সম্পর্কিত আরও খবর