বেনাপোলে শ্লীলতাহানির চেষ্টায় আ'লীগ নেতা গ্রেফতার

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর (বেনাপোল) | 2023-08-30 07:29:15

বেনাপোল পৌরএলাকায় মধ্যরাতে এক নারীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে বাবু সর্দার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) মধ্যরাতে বেনাপোল পৌরসভার ছোটআঁটড়া গ্রামে মন্দীর সড়কে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বাবু সর্দার বেনাপোল পৌরসভার ছোটাচড়া গ্রামের আকবরের ছেলে এবং ছোট আচড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়দের থেকে জানা যায়, দিবাগত রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান ওই নারী। এ সময় বাবু সর্দার মদ্যপ অবস্থায় বাড়ির পাশে অবস্থান করছিল। পরে ওই নারীকে একা পেয়ে সে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় তার চিৎকারে ঘর থেকে বের হয়ে স্বামী রক্ষা করতে এগিয়ে আসলে নারীর মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই আওয়ামী লীগ নেতা। পরে অভিযোগ জানালে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, অভিযুক্তের বিরুদ্ধে গ্রামে নানান অভিযোগ রয়েছে। দলের প্রভাব দেখিয়ে সে নিরীহ মানুষের ওপর অত্যাচার করে। কিন্তু ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বার্তা২৪.কমকে জানান, নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ওই পরিবারের নিরাপত্তার বিষয়টিও পুলিশ দেখছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর