করোনাভাইরাস সন্দেহে ভোলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা এক যুবক পালিয়েছে। ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবক মঙ্গলবার (৩১ মার্চ) জ্বর, সর্দি-কাশি নিয়ে ভোলা সদর হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে রাখা হয়।
বুধবার (১ এপ্রিল) তার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার কথা ছিলো। কিন্তু সে আজই আইসোলেশন থেকে পালিয়ে যায়। তবে কেনো সে পালিয়ে গেছে সেটা আমরা জানতে পারিনি। তাকে খোঁজা হচ্ছে।
জানা গেছে, সে ভোলা শহরতলীর বাপ্তা এলাকার শেলটেক টাইলস ফ্যাক্টরিতে কাজ করে । তার বাড়ি রংপুরে।
সিভিল সার্জন আরও জানান, ভোলার ৭ উপজেলায় এ পর্যন্ত ৪ শত ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এদের মধ্যে ২ শত ৬৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এখন ১ শত ৬৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।