বেতনের পুরো টাকায় হতদরিদ্রদের খাবার দেবেন ইউএনও মমতাজ-নাহিদা

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-09-01 14:50:55

নিজের বেতনের পুরো টাকা দিয়ে খাবার কিনে তা হতদরিদ্র মানুষের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম। যতদিন করোনাভাইরাসের প্রভাব থাকবে ততদিন হতদরিদ্রদের বাড়িতে গিয়ে খাবার বিতরণ করবেন তিনি।

বুধবার (১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এমন সিদ্ধান্তের কথা জানান।

মমতাজ বেগম বলেন, ‘আল্লাহ আমার চলার মতো সামর্থ্য দিয়েছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে দেশের অনেক হতদরিদ্র মানুষ কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ দরিদ্র মানুষের বাড়িতে দিতে গিয়ে এটা উপলব্ধি করেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণের পাশাপাশি নিজের বেতনের পুরো টাকায় খাবার কিনে হতদরিদ্রদের মাঝে বিতরণ করব।’

তিনি আরও বলেন, ‘সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি যতদিন করোনাভাইরাসের প্রভাব থাকে ততদিন আপনারা হতদরিদ্রদের পাশে থাকেন।’

অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক তার এক মাসের বেতন ও নববর্ষ ভাতার সম্পূর্ণ অর্থ দিয়ে খাবার কিনে হতদরিদ্র মানুষের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক বলেন, ‘দেশে এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। তাই তাদের পাশে দাঁড়াতে এ সিদ্ধান্ত নিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর