গাংনীর লকডাউন করা ১০ বাড়িতে খাবার পৌঁছে দেবে প্রশাসন

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-29 22:05:15

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের ১০টি বাড়ি বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

লকডাউন এলাকার মানুষের খাবারসহ অন্যান্য নিত্যপণ্যের চাহিদা পূরণে সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বলেন, এক ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এজন্য ওই ব্যক্তির বাড়িসহ ১০টি বাড়ির কাউকে বাইরে বের হতে নিষেধ করা হযেছে এবং অন্য বাড়ির লোকজন যাতে তাদের সঙ্গে মিশতে না পারেন, সেজন্য নজরদারি করা হচ্ছে। করোনাভাইরাসের বিস্তার রোধে এসব নির্দেশনা দিয়েছি। ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

প্রসঙ্গত, জ্বর নিয়ে এক রোগী মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি করোনা আক্রান্ত বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। পরে বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে রোগীকে গাংনী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় এবং তার বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

এ সম্পর্কিত আরও খবর