বেনাপোলে সাড়ে ৪ হাজার দুস্থ মানুষকে মেয়রের ত্রাণ সহয়তা

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (বেনাপোল-যশোর) | 2023-09-01 20:37:05

প্রাণঘাতী করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা দেশবাসী ঘরেই অবস্থান করছে। বিনা প্রয়োজনে খুব একটা বাইরে বের হচ্ছে না কেউ। তবে এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দর এলাকার চার হাজার ঘরবন্দী মানুষকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর এলাকার ১১টি গ্রামের দরিদ্র মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিলি করার সময় বজায় রাখা হয় নির্দিষ্ট দূরত্ব, ছবি: বার্তা২৪.কম

মুজিব শতবর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়রের পক্ষে পৌর ছাত্রলীগের কর্মীরা এ ত্রাণ বিতরণে অংশ নেন।

মেয়র আশরাফুল আলম লিটন বলেন, এক সপ্তাহের খাবার দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, ত্রাণ বিতরণ অব্যাহত রাখব।

সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর