শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-29 22:02:37

ভারতে অনুপ্রবেশ করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল ভোরে চোষপাড়া সীমান্তের এস ৩৭৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম।

নিহত জয়নাল আবেদিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের বরাতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, জয়নাল বিয়ে করেছেন ভারতের পানজিপাড়ায়। চোচপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন তিনি। বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় টের পেয়ে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে বিএসএফ জয়নালের মরদেহ নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদ বলেন, সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর