কুষ্টিয়ায় ভেটেইনারি সার্জন এর অনুমোদন ব্যতীত গরু জবাই করতে যাওয়ায় একজনকে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
তিনি জানান, ক্ষুরারোগে আক্রান্ত একটি গরু ভেটেইনরি সার্জন এর অনুমোদন ব্যতীত জবাই করতে উদ্যত হওয়ায় ঝাউদিয়া বাজারের এক কসাইকে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সরকারি আদেশ অমান্য করায় একটি স'মিল, একটি খাবার হোটেল ও দুটি কাঠের দোকান খোলা রাখায় ১৭ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, কুষ্টিয়ার জেলা প্রশাসনের নির্দেশনায় চলমান করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং এর অংশহিসেবে এ হিসেবে এ অভিযান চালানো হয়। এমন অভিযান অব্যহত থাকবে।