বগুড়া জেলা কারাগারের জেল সুপার সাঈদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী কারা উপমহাপরিদর্শকের (ডিআইজি প্রিজন) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম।
জানা গেছে, কারাবন্দী এক হাজতির স্ত্রীকে অফিসে ডেকে নেন সাঈদ হোসেন। এরপর স্বামীকে অন্য জেলে পাঠানোর কথা বলে ওই নারীকে তার সরকারি বাসভবনে নিয়ে যান। সম্প্রতি ডিআইজি প্রিজন অসীম কান্ত পাল কারাগার পরিদর্শনে এলে বিষয়টি জানতে পারেন। এ কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে সাঈদ হোসেনের মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তা রিসিভ করেননি তিনি।