আত্মসমর্পণকৃত মহেশখালীর ৯৬ জলদস্যুর ঘরে খাদ্যসামগ্রী পাঠাল পুলিশ

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-29 23:12:08

আত্মসমর্পণের সময় জলদস্যুদের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে চলমান করোনাভাইরাস সংকটে ৯৬ জনের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে মহেশখালী থানার মাধ্যমে ৯৬ জনের পরিবারে এসব সামগ্রী পাঠান কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে- চাল, ডাল, আলু, লবণ ও তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিল।

বিতরণকালে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রতন কুমার দাশ গুপ্ত, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, আত্মসমর্পণের অন্যতম মধ্যস্থতাকারী ও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক এম এম আকরাম হোসেনসহ অন্যান্যরা।

প্রতিশ্রুতি অনুয়ায়ী আত্মসমর্পণকৃত জলদস্যুদের পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়

এম এম আকরাম হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘আত্মসমর্পণের সময় পুলিশ সুপার তাদের বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই চলমান এ সংকটে আত্মসমর্পণকৃত জলদস্যুর পরিবার অনেক কষ্টে পড়ে যায়। তাদের মাঝে এ খাদ্য সামগ্রী দিয়ে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে পুলিশ।’

এ সম্পর্কিত আরও খবর