করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে কর্মহীন হয়ে যাওয়া গরিব ও দুস্থদের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী সহায়তা করেছেন সমাজ সেবক লক্ষ্মী চাকমা।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া চরপাড়ায় ৫০ পরিবার, আপার পেড়াছড়া ২৫ পরিবার, সাতভাইয়াপাড়া ৩০ পরিবার, বটতলী চাকমাপাড়ায় ২৫ পরিবারসহ ১৩০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। খাদ্য সামগ্রী বিতরণকালে খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরী,আওয়ামী লীগ নেতা রুথান চৌধুরী ও এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তাদেরকে সয়াবিন তেল ১ লিটার, আলু দেড় কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, ১টি সাবান ও হলুদ গুড়া তুলে দেওয়া হয়।
এ সময় লক্ষ্মী চাকমা বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমরা সামান্য কিছু নিয়ে হলেও দরিদ্র ও কষ্টে থাকার মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরবে।
এছাড়া, নুর মোহাম্মদ নামের এক যুবক ৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সব পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও সয়াবিন তেল আধা লিটার দেওয়া হয়।