নাটোরে অহেতুক সমাগম রোধে বাজারে সেনাবাহিনী

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, নাটোর | 2023-08-31 20:38:22

নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পণ্যদ্রব্যের দোকানগুলো বন্ধের আওতাভুক্ত থাকার সুযোগে জনসমাগম বেড়েছে নাটোর শহরের বাজারগুলোতে। অহেতুক ভিড়ের এই প্রবণতা রোধে বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে নেমেছে সেনাবাহিনী।

শুক্রবার (৩ এপ্রিল) নাটোর শহরের প্রধান নিত্যপণ্যের বাজার নীচাবাজার কাঁচাবাজারে সেনাবাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বার্তা২৪.কমকে জানান, শুক্রবার সকাল থেকেই তার নেতৃত্বে শহরের বাজারগুলোতে টহল জোরদার করে সেনাবাহিনী। এসময় দ্রুত কেনাকাটা শেষ করে বাজার ত্যাগ করতে মানুষের প্রতি আহ্বান জানানো হয়। ক্রেতারাও সাড়া দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফিরে যায়। এতে অহেতুক জনসমাগম কমে বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে।

ইউএনও আরও জানান, অন্য বাজারগুলোতেও ধীরে ধীরে জনসমাগম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর