নাটোরে জুম্মার নামাজ আদায়ে বাড়তি সতর্কতা

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-31 20:46:43

নাটোরে সিংড়ার জুম্মার নামাজ আদায়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে মুসল্লিরা। জীবাণুনাশক পানিতে পা ধুয়ে মসজিদে প্রবেশ করেন তারা। শুক্রবার (৩ এপ্রিল) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আহ্বানে পবিত্র জুম্মা নামাজের পূর্বে মুসল্লিরা বাড়তি এই সতর্কতায় অংশ নেন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদ সমূহে মুসল্লিদের নিরাপদ রাখার উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে এই ব্যবস্থা রাখা হয়। প্রথম দফায় শুক্রবার সিংড়া পৌর এলাকার ৭১টি মসজিদে এই ব্যবস্থা রাখা হয়। তবে উপজেলার কয়েকটি গ্রামেও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহায়তায় এই ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনগুলোতে মুসল্লিগণ বাড়তি এই সতর্কতা অব্যাহত রাখার মাধ্যমে পারষ্পরিক নিরাপত্তা নিশ্চিত করবেন বলে আশা করছি।

জনসমাগম এড়ানোর লক্ষ্যে জেলার প্রতিটি মসজিদে শুধু জুম্মার দুই রাকাত নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মুসল্লিদের সুন্নত ও নফল নামাজ বাড়ি থেকে আদায় করে আসতে আযানের ৩০ মিনিট পূর্বে মাইকে ঘোষণা দেয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর