করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কমতে শুরু করেছে বয়লার মুরগির দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে ১৪০ টাকার মুরগি এখন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এতে পোল্ট্রি খামারিরা পথে বসার উপক্রম হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর মনিটরিং ও গুজব প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীদের।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে পটুয়াখালী শহরের পুরানবাজার ও নিউ মার্কেটে ঘুরে দেখা যায় বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী ২২০ এবং লেয়ার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সোনালী এবং লেয়ার মুরগির দাম স্বাভাবিক থাকলেও বয়লার মুরগির দাম ক্রমশ কমে যাচ্ছে। ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন পোল্ট্রি খামারিরা।
দোকানি ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বয়লার মুরগি ও পাঙাশ মাছ থেকে করোনাভাইরাস ছড়ায় এমন গুজবের কারণে গত কয়েক সপ্তাহ থেকে বাজারে বয়লার মুরগির দাম কমতে থাকে। এ অবস্থায় অনেকেই বয়লার মুরগির কেনা থেকেও বিরত থাকছেন।