সকালে ৩ ঘণ্টা কাঁচাবাজার খোলা রাখার নির্দেশ

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-29 22:01:52

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাভারের সকল কাঁচাবাজার ও মাছের বাজার খোলা রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত এই সময় নির্ধারণ করা হয়।

শুক্রবার (০৩ শুক্রবার) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

তিনি বলেন, সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ৩ ঘণ্টা মাছের বাজার ও কাঁচা বাজার খোলা রেখে বাকি সারাদিন বাজারসহ সকল দোকান বন্ধ রাখারা নির্দেশ দেওয়া হয়েছে। ফার্মেসী ও মুদি দোকান ব্যতীত মাছের বাজার, কাঁচা বাজার ৩ ঘণ্টার জন্য খোলা রেখে সকল দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনী-পুলিশ-সিভিল প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরো বলেন, নির্দেশনার বাহিরে যদি কেউ দোকান ও বাজার খোলা রাখে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর