রাঙামাটির বাঘাইছড়িতে বেপরোয়া চাঁদের গাড়ির সাথে যাত্রীবাহী মোটরসাইকেলের ধাক্কা লেগে এক আরোহী নিহতসহ আরো দুইজন আহত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১২ কিলো নামক স্থানে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বগড়া চাকমা(৬০)।
আহতরা হলেন সুবাস চাকমা(১৭) ও অন্তর চাকমা(২২)। আহতদের মধ্যে অন্তর চাকমার দুটি পা ও সুবাস চাকমার একটি পা ভেঙে গেছে।
ঘটনার পরবর্তী সময়ে নিকটস্থ দুইটিলা ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার ইমাম হোসেনের নেতৃত্বে একটি টিম হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, ১৫/১৬ বছর বয়সী এক চালক দ্রুতগতিতে জিপ গাড়ি (নাম্বার খাগড়াছড়ি--ব--২২৬৩) নিয়ে দীঘিনালা অভিমুখে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে তিন আরোহী নিয়ে মোটরসাইকেলটি দুইটিলা এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জিপটি তিনশো ফুট নিচে পড়ে যায়। রাত সাড়ে আটটার সময় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। জিপের চালকের খোঁজ পাওয়া যায়নি।